মা নাক ডাকলে কমবে গর্ভস্থ শিশুর ওজন
গর্ভবতীরা যদি ঘুমের মধ্যে নাক ডাকেন, তবে তা বিপদ ডেকে আনতে পারে তার গর্ভস্থ সন্তানের, চমকে দেওয়ার মতো এই তথ্য মিলেছে মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায়৷ গবেষকদের দাবি, যে গর্ভবতী মহিলারা সপ্তাহে কমপক্ষে তিন রাত্রি নাক ডাকেন, তাদের সন্তানের ওজন অন্যান্য মহিলাদের সন্তানের তুলনায় অনেকটাই কম হয়৷ মায়েদের নাক ডাকার প্রভাব কী ভাবে গর্ভস্থ শিশুর উপর পড়তে পারে তা জানার ক্ষেত্রে এত বড় ধরনের সমীক্ষার উদ্যোগ এই প্রথম৷ যে সমস্ত মহিলারা একই সময় গর্ভবতী হয়েছেন, এমন বেশ কয়েক জন মহিলার উপর প্রসবের সময়...
Posted Under : Health News
Viewed#: 52
আরও দেখুন.

